• স্কুলের নাম : বিলসলঙ্গী আলোকদিয়ার উচ্চ বিদ্যালয়।
  • প্রতিষ্ঠা সাল : 1964
  • EIIN নম্বর : 125675
  • পোস্টাল কোড : 6650
  • রাস্তার ঠিকানা : বিলসলঙ্গী-আলোকদিয়ার, বিলসলঙ্গী।
  • থানা : সাঁথিয়া
  • জেলা : পাবনা
  • বিভাগ : রাজশাহী
  • ফোন নম্বর : ০১৩০৯১২৫৬৭৫
  • ইমেল : balokdiarhs@gmail.com
  • ওয়েবসাইট : https://balokdiarhs.edu.bd/
মোঃ ইমাম হোসেন (প্রধান শিক্ষক )
Image
বিলসলঙ্গী আলোকদিয়ার উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন। বিদ্যালয়টি ১৯৬৪ ইং সালে প্রতিষ্ঠিত । ইহা পাবনা জেলার সাঁথিয়া উপজেলাধীন ধুলাউড়ি ইউনিয়নের বিলসলঙ্গী-আলোকদিয়ার গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি গ্রাম বাংলার নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫০০ জন। ১৯৯০ সাল থে অদ্যবধি এস.এস.সি. পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক। অভিজ্ঞ পরিচালক ও বিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা বিদ্যালয়টি পরিচালিত। আমাদের প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব থাকায় শিক্ষার্থীরা হাতে কলমে কম্পিউটার শিখতে পারছে। ভবিষ্যতে বিদ্যালয়টি সর্বক্ষেত্রে ফুটন্ত গোলাপের মতো প্রষ্ফুটিত হোক এই প্রত্যাশায়।
সরদার সালেহ আহম্মেদ সুজন (সভাপতি )
Image
আমাদের বিদ্যালয়টি একটি গৌরবময় বিদ্যালয়। এই বিদ্যালয়ের অনেক ছাত্র/ ছাত্রীরা আজ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরে গৌরবজ্জ্বল স্বাক্ষর বহন করছে। এ এলাকার গরীব, দুঃখী এবং মেহনতী মানুষ গুলোর শিক্ষার অধিকার নিশ্চিত করতে আমরা কাজ করছি। অত্র বিদ্যালয়ের সাফল্যকে ধরে রাখতে আমরা অনেক নতুনত্বকে সংযোজন করেছি। বর্তমানে অত্র প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব থাকায় শিক্ষার্থীরা হাতে কলমে কম্পিউটার শিখতে পারছে। এই সকল শিক্ষার্থীকে গড়ে তোলার জন্য আমরা নিয়োগ করেছি একদল তরুন মেধাবী শিক্ষকদেরকে; যাদের আপ্রাণ প্রচেষ্টায় অত্র বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান দিনিদিন বেড়েই চলছে। আমি অত্র বিদ্যালয়ের সভাপতি হিসেবে আপনাদের সকলের সহয...
মোঃ হারুনর রশিদ (সহঃ প্রধান শিক্ষক)
Image
বিলসলঙ্গী আলোকদিয়ার উচ্চ বিদ্যালয়ের একটি প্রাচীন ইতিহাস আছে। যে ইতিহাসটি শুনলে কখনোই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার কপ্তহা ছিল না । নানান চড়াই উৎরাই পেরিয়ে বিদ্যালয়টি এখন প্রতিষ্ঠিত। এ যেন একটি প্রাকৃতিক লীলাভূমি। আমি বিদ্যালয়ের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।

স্কু প্রতিষ্ঠার ইতিহাস

বিলসলঙ্গী আলোকদিয়ার উচ্চ বিদ্যালয়টি একটি গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। ১৯৬৪ ইং সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যবধি জ্ঞানের আলো ছড়িয়ে আসছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা শিক্ষার্থীদের নিয়ে কাজ করছি। আমাদের প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব থাকায় শিক্ষার্থীরা কম্পিউটার শিখতে পারছে। সকল বিষয়ের বিষয়ভিত্তিক শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান করা হচ্ছে। এ বিদ্যালয়টি অত্র এলাকার আলোকবর্তিকা হিসেবে কাজ করছে।

গ্যালারি ও ইভেন্টস:

সাম্প্রিক গ্যালারী ফটো এবং ইভে্ট ফটোগ্রাফি

© Copyright 2024 - Bilsolongi Alokdiar High School | All Rights Reserved.
balokdiarhs@gmail.com · +০১৩০৯১২৫৬৭৫